বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৬.১৭ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

চাল, তেল, শাকসবজি থেকে শুরু করে মাছ-মুরগি পর্যন্ত প্রয়োজনীয় খাবারের দাম বৃদ্ধির কারণে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগে ২০২০ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গতকাল সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৭ শতাংশ, যা তার আগের মাস জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। বিবিএস জানিয়েছে, খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারিতে ৫ দশমিক ৬ শতাংশ থাকলেও ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) এর ওপর ভিত্তি করে মূল্যস্ফীতি পরিমাপ করা হয়। পরিসংখ্যান ব্যুরো গ্রামীণ এলাকায় সিপিআই পরিমাপে ৩১৮টি আইটেম এবং শহরে ৪২২টি পণ্য ও পরিষেবা নিয়ে কাজ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন