শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অবশেষে মেরিনারে অ্যাডহক কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

দেশের খেলাধুলায় একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠনের নাম ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। মতিঝিলের আরামবাগস্থ এই ক্লাবটি হকি, ক্রিকেট, হ্যান্ডবল, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় নিয়মিত অংশ নিলেও হকিতে তাদের বিশেষ পরিচিতি রয়েছে। সাম্প্রতিক সময়ে ঐতিহ্যের ধারক মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেডকে পেছনে ফেলে হকি অঙ্গনে দুর্বার গতিতে এগিয়ে চলেছে মেরিনার। ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগের দুইবারের চ্যাম্পিয়ন তারা। হকির সর্বশেষ ক্লাব কাপ টুর্নামেন্ট ও লিগ শিরোপাজয়ী মেরিনার খেলাধুলায় দাপট দেখালেও বেশ কয়েকবছর ধরে ছিল নির্বাচন বিমুখ। নিয়মিত নির্বাচন না হওয়ায় ক্লাবটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটির অধীনেই চলছিল। তবে গত ১ মার্চ মেরিনার ইয়াংসের কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১৮ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। যা ঘোষিত হয়েছে গতকাল। আহবায়ক হয়েছেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান সুজা এবং সদস্য সচিব করা হয়েছে শেখ গোলাম সোবহানকে। সদস্যরা হলেন ইকবাল হোসেন ছোটন, আলমগীর কবীর, হাসান উল্লাহ খান (রানা), শেখ গোলাম সারোয়ার, মঈন উদ্দীন ভূঁইয়া (অপু), বদরুল ইসলাম (দিপু), আনোয়ার কবীর চৌধুরী (বাবু), আইয়ুব আলী, তপন কুমার ভাওয়াল, মইনুল ইসলাম (পিন্টু), জাহিদ হোসাইন, এসএম নাসিম রেজা মিজান, সাইদুর রহমান (মনির), নজরুল ইসলাম মৃধা, মোহাম্মদ আলমগীর (জুনিয়র) ও হাফিজুর রহমান (দোলা)। অ্যাডহক কমিটি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন