শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এশিয়া কাপের সুখস্মৃতি নিয়ে ভারত বধের স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

ভারতের মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে চারবার দেখা হলেও কখনো জিততে পারেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আছে সুখের স্মৃতি। ২০১৮ সালে ভারতকেও হারিয়েই টি-টোয়েন্টি সংস্করনের এশিয়া কাপ জিতে নিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে মিতালি রাজদের বিপক্ষে নামার আগে সেই ম্যাচ থেকে শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে এখন পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে একমাত্র জয় তুলতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে সর্বশেষ ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব কাছে গিয়েও মাত্র ৪ রানে হারতে হয়। আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে নামবে জ্যোতির দল। প্রতিপক্ষ ভারত ৫ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে আছে চারে। একমাত্র জয়ে বাংলাদেশের অবস্থান সাত।
প্রতিবেশি দেশটির বিপক্ষে চার ওয়ানডে খেলে জয়হীন থাকলেও, ১২ টি-টোয়েন্টিতে আছে বাংলাদেশের দুই জয়। তার একটি এশিয়া কাপের ফাইনালের মঞ্চে। এমন ম্যাচের আগে নিগার জানালেন, তাদের অনুপ্রেরণার উৎস টি-টোয়েন্টির সাফল্য, ‘মূলত ভারতের বিপক্ষে আমাদের টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাই বেশি। টি-টোয়েন্টি খেললেও ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পরে ওদের সঙ্গে সব সময় অন্যরকম আমেজ বিরাজ করে ওদের বিপক্ষে খেলার সময়। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে যারা হচ্ছে তাদের সঙ্গে খেলেছে।’
ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতিতে বাধা দিয়েছে বৃষ্টি। তবে হ্যামিল্টনের কন্ডিশনে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস দলটির সঙ্গী। উইকেট ও কন্ডিশন জানা থাকাতেও ভরসা পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘উইকেট সম্পর্কেও আমরা জানি। লাস্ট যখন হ্যামিল্টনে খেলেছি পাকিস্তানের সঙ্গে। উইকেট, কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। আমাদের প্রস্তুতি যতটুকু নেওয়ার নিলাম। আজ বৃষ্টির জন্য অনুশীলন করতে পারিনি। কিন্তু ইনডোরে কিছুটা সময় আমরা পার করেছি। তাছাড়া ওই উইকেটে ভাল খেলার অভিজ্ঞতা আছে। আশা করি আমরা ভাল খেলব। অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভাল খেলার চেষ্টা করব।’
ভারতের পর শক্তিশালী দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। তবে নিগার জানালেন, তারা কেবল আগামী ম্যাচেই মনোযোগ দিচ্ছেন, ‘আমরা তিনটা ম্যাচের কথা চিন্তা করছি না। আগামীকাল যে ম্যাচ ভারতের বিপক্ষে সেটা নিয়ে চিন্তা করছি। অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভালো খেলার চেষ্টা করব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন