মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হেরাথে হোয়াইট ওয়াশের পথে জিম্বাবুয়ে

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সময় আছে ঢের। তবে জয়ের জন্য পাড়ি দিতে হবে ৪৯১ রানের পাহাড়। চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রানের রেকর্ডই আছে মাত্র একটি। কাজটা আরো কঠিন করে তুলেছে রঙ্গনা হেরাথের ঘুর্ণী বল। ৭ উইকেটে ১৮০ রান তুলেছে জিম্বাবুয়ে, করতে হবে আরো ৩১১ রান। ৪৫ রানে আবারও ৫ উইকেট নেন হেরাথ।
হারারে স্পোর্টস ক্লাবে গতকাল ১০২ রান ও হাতে ৬ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে লঙ্কানরা। দেড় সেশন পর ৯ উইকেটে ২৫৮ রানে পৌঁছালে সফরকারী অধিনায়ক রঙ্গনা হেরাথের কাছ থেকে আসে ইনিংস ঘোষণা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৮৮ রানে আউট হন ওপেনিং ব্যাটসম্যান দিমুথ করুনারতেœ। কুসল পেরেরা করেন ৬২ রান। ৯১ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার অধিনায়ক গ্রেইমি ক্রেমার। জবাবে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া স্বাগতিকরা প্রতিরোধ গড়ে তুলেছে আরভিনের ব্যাটে।
সংক্ষিপ্ত স্কোর : চতুর্থ দিন শেষে
শ্রীলঙ্কা : ৫০৪ ও ২৫৮/৯ (করুনারতেœ ৮৮, কুসল পেরেরা ৬২; ক্রেমার ৪/৯১, মুম্বা ৩/৬৭)।
জিম্বাবুয়ে : ২৭২ ও ১৮০/৭ (আরভিন ৬৫*, উইলিয়ামস ৪৫; হেরাথ ৫/৪৫, কুমারা ১/৪২)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন