শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পঞ্চগড়ে ১০ টাকার চাল নিয়ে মহা তেলেসমাতি

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যের চালে নামের তালিকা নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, ওই সাতমেরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: হকিকুল ইসলাম নির্বাচনের পর তার মনগড়া নিয়মে তার একক আধিপত্য বিস্তার করে মানুষকে নাজেহালসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে চলছেন। তার বিরুদ্ধে পঞ্চগড় থানায় একটি জিডি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগে জানা যায়, সরকার ১০ টাকা দরের চালের কার্ডে প্রথম দফায় স্বজনপ্রীতি, সেচ্ছাচারীতা, উৎকোচ গ্রহণের অভিযোগ ওঠায় পূর্বের নামের তালিকা পুনর্বিন্যাশ করে স্বচ্ছভাবে হতদরিদ্রদের নামের তালিকাভুক্ত করে তা কার্যকরী করার তাগিদ দেন। কিন্তু এ ক্ষেত্রে ওই ইউপি সদস্য মো: হকিকুল ইসলাম তার পরিবারের কতিপয় ব্যক্তি মা ও মেয়ে যেমনÑ মোছা: সাবুরা বেগম, ফিরুজা খাতুন, মা ও ছেলে মোছা: শরিফা খাতুন ও মো: মেনছারুল হক। অন্যরা হলেনÑ মোছা: ফেন্সি ও মতিবর রহমান একই পরিবারে সদস্য। মতিবরের ছেলের স্ত্রী ফেন্সি এবং ওই এলাকার মো: মনিরুজ্জামানের নাম থাকলেও তিনি চাল পান না, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এছাড়া সচ্ছল ব্যক্তির মধ্যে রয়েছেÑ মোছা: মোর্শেদা বেগম, তার পাকাবাড়ি রয়েছে। মো: রেজাউল ইসলাম ও মো: আবুয়ারের জমাজমিও রয়েছে। অর্থাৎ তারা সবাই সচ্ছল পরিবারের সদস্য। ওই ইউপি সদস্য তাদের পুন: নামের তালিকায় আবারো ওই নাম অর্ন্তভুক্ত করে কার্ড বিতরণ করেন। তারা অনতিবিলম্বে তার দুর্নীতি ও অনিয়মের তদন্ত দাবি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন