শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘দিস ইজ ইওর আইপিএল’-তাসকিনকে তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৯:১৬ এএম

বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছেন। দেশের জন্য কোটি টাকার টুর্নামেন্ট হাত ছাড়া করেও ভেঙে পড়েনি তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের জার্সিতে বল হাতে আগুন ঝড়িয়ে দলকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। ম্যাচে ও সিরিজে অসাধারণ পারফরম্যান্সে দলকে জেতানোর পর এই পেসার দারুণ প্রশংসা আদায় করে নিলেন অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকেও।

দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডের পর হঠাৎ হানা দিয়েছিল আইপিএল। আইপিএল দল লক্ষ্নৌ সুপার জায়ান্টস থেকে ডাক আসে তাসকিনের। এখন বিশ্বের বেশির ভাগ ক্রিকেটারের জন্যই যেটি স্বপ্নের মঞ্চ। তাসকিনও ছিলেন রোমাঞ্চিত। কিন্তু সফরের মাঝপথে তাকে ছাড়তে চায়নি বোর্ড। তাসকিনও দেশের দাবি মেনে নেন সহজেই।

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় নেন ৫ উইকেট। প্রায় ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার পুরষ্কার পেয়ে যান তাতে। সিরিজের প্রথম ম্যাচেও দারুণ বোলিংয়ে তার শিকার ছিল ৩ উইকেট। ক্যারিয়ারে প্রথমবার ম্যান অব দা সিরিজের ট্রফিও উঠে যায় হাতে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যাপ্টেন তামিম ইকবালের সামনেই চওড়া হাসিতে ট্রফি দুটি তুলে নেন তাসকিন। তামিম তখন তাকে শোনান প্রেরণার একটি কথা, বাংলাদেশ অধিনায়ক যেটি পরে সবাইকে শোনান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও। ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার কিছু আর হতে পারে না। আমি জানি, তাসকিন দারুণ একটা সুযোগ পেয়েছিল আইপিএল খেলার। ও তরুণ, আসলে কাজটা কঠিন (আইপিএল উপেক্ষা করা)। আপনি এরকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু সে এখন ঠিক আছে। সে খুশি যে দেশের হয়ে খেলছে এবং ভালো করছে।’

এছাড়া তিনি বলেন,‘যখন সে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি ট্রফি পেল, পুরস্কার বিতরণীতে ওকে বলেছিলাম, ‘দিস ইজ ইওর আইপিএল। এটা আইপিএলের চেয়ে বড়।’সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন