রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

উইন্ডিজ যুবাদের বিশ্বজয়

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৬:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬

স্পোর্টস রিপোর্টার : ফেভারিট ভারতকে হারিয়ে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ। গতকাল মিরপুরের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয় যুবারা। দুবার মূল বিশ্বকাপ ও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো প্রথমবার। তিনবারের যুব চ্যাম্পিয়ন ভারত ফাইনালে হারল দ্বিতীয়বার।
ম্যাচটিকে বলা হচ্ছিল টুর্নামেন্টের সেরা পেস আক্রমণের সঙ্গে সেরা ব্যাটিং লাইন আপের লড়াই। ২২ গজে সেটির প্রতিফলন পড়ল সামান্যই। সবুজাভ উইকেটে আগুন ঝরালেন ক্যারিবিয়ান পেসাররা, তাতে ছারখার ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ৪৫.১ ওভারে গুটিয়ে যায় তারা ১৪৫ রানে। সর্বোচ্চ রান আসে শরফরাজ খানের ব্যাট থেকে, ৫টি চার ও একমাত্র ছক্কায় মোড়ানো তার ৫১ রানের ইনিংস। ১০ ওভারে ৩টি করে উইকেট নিতে আলজারি জোসেফ আর রিয়ান জনের খরচা যথাক্রমে ৩৯ ও ৩৮ রান। জবাবে স্নায়ুচাপ জয় করে সতর্ক রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে শেষ ওভারে, ৩ বল বাকি থাকতে। অপরাজিত থেকে দলকে প্রথমবারের মত বিশ্বজয়ের মর্যাদার আসনে বসান কিয়াসি কার্টি (৫২) ও কিমো পল (৪০)। ভারতের হয়ে ১০ ওভারে ২৫ রান খরচায় ৩ উইকেট নেন মায়াঙ্ক দাগার। ফাইনাল সেরা হন ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কিয়াসি কার্টি। বল-ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ আসর সেরার মুকুট ওঠে বাংলাদেশ যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন