শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী রোববার থেকে শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এ আসরের ‘ডি’ গ্রুপে পড়েছে দৈনিক ইনকিলাব। এই গ্রুপে ইনকিলাবের প্রতিপক্ষ নিউজ২৪ ও ডেইলি স্টার। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কৃত্রিম টার্ফে অনুষ্ঠেয় মিডিয়া কাপ ফুটবলে ২৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান খেলছে। দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপরা পাবে ১৫ হাজার টাকা অর্থপুরস্কার। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও ম্যাচসেরাদের জন্য থাকছে পুরস্কার। সিক্স-এ-সাইডের এই টুর্নামেন্টে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবে। ড্র অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশ ফুটবল দলের সহ-অধিনায়ক কিংবদন্তী ফুটবলার প্রতাপ শংকর হাজরা, বিএসজেএর সহ-সভাপতি রায়হান আল মুঘনি, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন