বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দ্রুততম মানব ফারুক, মানবী শারমিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:০২ এএম

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে (বন্দর স্টেডিয়াম) শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১০০ মিটার দৌঁড়ে (পুরুষ) শেখ মো. ওমর ফারুক দ্রুততম মানব এবং মহিলাদের ১০০ মিটার দৌঁড়ে শারমিন আক্তার দ্রুততম মানবী নির্বাচিত হয়েছেন। দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির সভাপতি ও প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও বন্দর সচিব মো. ওমর ফারুকসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে বেলুন উড়িয়ে প্রধান অতিথি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারে ২৯টি ইভেন্টে ৫০ জন মহিলাসহ প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন