শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জয়ে শুরু ফেভারিটদের

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে বছরের প্রথম গ্র্যান্ড ¯ø্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছে ফেভারিটরা। প্রথম ম্যাচ জিতে পুরুষ ও নারী এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও নোভাক জোকোভিচ ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন। মেলবোর্ন পার্কে ৩৪ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি গরমে কোরিয়ান তারকা হেওন চুংকে ৬-৩, ৬-২, ৬-৪ সেটে উড়িয়ে দেন জোকার আর ইতালিয়ান কেমিলা জর্জিকে ৬-৪, ৭-৫ সেটে হারিয়েছেন সেরেনা। পুরুষ এককে জয় পেয়েছেন ফেদেরার, সোঙ্গা, বার্ডাইচ, নিশিকোরিরা। এছাড়া মেয়েদের এককে জয় পেয়েছেন কেভিতোভা, শারাপোভা, রাদভান্সকা, বুশার্ড, সিলিচরা। তবে হেরে গেছেন সারা এরানি, ক্যারোলিন ওজনিয়াকি ও স্বাগতিক সামান্থা স্ট্রসুর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন