মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী জহির আহমদ (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সহকারী প্রকৌশলী মাসুদ রানা। শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রকৌশলী জহির আহমদ ও মাসুদ রানা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে কারে করে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে জহির আহমদ ও মাসুদ রানাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা জহিরকে মৃত এবং মাসুদকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন