বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিমানের ‘ইনোভেশন প্রজেক্ট ডিজাইন’ কর্মশালা

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইনোভেশন টিম গত ০৮-১০ নভেম্বর তারিখে বিসিএস প্রশাসন অ্যাকাডেমি, শাহবাগ, ঢাকায় ‘ইনোভেশন প্রজেক্ট ডিজাইন’ শীর্ষক কর্মশালায় অংশ নেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত এ কর্মশালায় বিমানের পক্ষ থেকে নতুন ‘মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিমানের টিকিট ক্রয়’ এবং ‘অনলাইন চেকিং সুবিধা’ চালু শীর্ষক ২টি প্রকল্প দাখিল করা হয়। কর্মশালায় বিমানের রিসোর্স পারসন হিসেবে শাকিল মেরাজ মহাব্যবস্থাপক জনসংযোগ এবং প্রকল্প বাস্তবায়ন টিম সদস্য হিসেবে এ কে এম সারোয়ার মোর্শেদ, মো: নূরুল ইসলাম ও মোহাম্মদ গোলাম রহমান অংশ নেন। প্রকল্প চালু হলে বিমানের গ্রাহকরা ঘরে বসেই অনলাইনে ক্রেডিট কার্ড ছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে টিকিট ক্রয় করতে পারবেন এবং ঘরে বসেই পছন্দ অনুযায়ী সিট বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন