শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

হাফিজ-আফসানা সেরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০০ এএম

স্বাধীনতা দিবস ক্যারম প্রতিযোগিতার পুরুষ বিভাগে হাফিজুর রহমান ও নারী বিভাগে আফসানা নাসরিন চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল ক্যারম ফেডারেশন অফিসে পুরুষ বিভাগের ফাইনালে হাফিজুর ২-০ সেটে বিপ্লব রায়কে হারিয়ে সেরা হন। অন্যদিকে নারীদের লিগ ভিত্তিক খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হন নাসরিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ।

তিনি বলেন, ‘অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ক্যারমের খেলা। আমাদের আটজন খেলোয়াড় সেখানে খেলতে যাবেন। আমাদের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খেলোয়াড়দের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। যাতে তারা বিশ্ব আসরে ভালো করতে পারেন। আমরা মুজিববর্ষে পাঁচ বিভাগ ও ১৬টি জেলায় ক্যারম টুর্নামেন্টের আয়োজন করেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন