শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ক্রিকেটের ফাইনালে ২ ও ৪, ফুটবলে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটের ফাইনালে উঠেছে ২ ও ৪ নম্বর ওয়ার্ড। গতকাল গোলাপবাগ মাঠে সকাল সাড়ে ৯টায় ১ম সেমিফাইনালে ৩৩ নম্বর ওয়ার্ডকে ৬৫ রানে হারায় ২ নম্বর ওয়ার্ড। প্রথমে ব্যাট করতে নেমে আলাউদ্দীন মনার ৫০ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২২ রানের পাহাড় গড়ে ২ নম্বর ওয়ার্ড। জবাবে সব উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রানেই থমকে যায় ৩৩ নম্বর ওয়ার্ড। বল হাতেও ২ উইকেট তুলে ম্যাচ সেরা হয় অলরাউন্ডার আলাউদ্দীন।
একই মাঠে দুপুর ১টায় হওয়া দ্বিতীয় সেমিফাইনালে ৬৪ নম্বর ওয়ার্ডকে ১৫ রানে হারায় ৪ নম্বর ওয়ার্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪১ রান করে ৪ নম্বর ওয়ার্ড। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করেও ৬ উইকেট হারিয়ে ১২৬ রানেই থমকে যায় ৬৪ নম্বর ওয়ার্ডের ইনিংস। ম্যাচ সেরা হন বিজয়ী দলের সিয়াম। এই গোলাপবাগেই আগামীকাল সকাল ১১টায় হবে দু’দলের শিরোপা লড়াই।
ঐদিন বিকেল ৪ টায় কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফুটবলের ফাইনালে অংশ নেবে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড। পরে এবারকার আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন