লিওনেল মেসির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উন্মচন করা হল কাতার বিশ্বকাপের বল। বিশ্বকাপের এবারের আসরের বলটির নাম দেওয়া হয়েছে ‘আল রিহলা।’ আরবি ভাষার এই শব্দযুগলের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘যাত্রা’।
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত হতে যাওয়া বিশ্বকাপের স্বাগতিক দেশের সংস্কৃতি, স্থাপত্য, প্রতীকী নৌকা ও তাদের পতাকার রংয়ের মিশেলে তৈরি করা হয়েছে কাতার বিশ্বকাপের বলটি। বুধবার ফিফা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলটির উন্মোচনের ঘোষণা করে। এতে অংশ নেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন।
ফিফার জানায়, বর্তমানের গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলালোর বিষয়টি বিবেচনায় নিয়েই তৈরি করা হয়েছে বলটি। প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস ও ফিফার দাবি, বিশ্বকাপের ইতিহাসে এর আগে যত বল তৈরি হয়েছে তার চেয়ে এটি বাতাসে বেশি গতিতে ছোটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন