শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জাতীয় পুরুষ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

এস এস ট্রেডিং ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার শিরোপা অক্ষুণ্ন রেখেছে। এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচটি ট্রাইবেকারে আনসার ৫-৪ গোলে বর্ডারগার্ড বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলে প্রাণবন্ত করে রাখে দর্শকদের। সেয়ানে সেয়ান এ লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ৩৩-৩৩ গোলে ড্র ছিল। ফলে ট্রাইবেকারে ফলাফল নিষ্পত্তি হয়। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ পুলিশ ৪৮-২৪ গোলে চাপাইনবাবগঞ্জ জেলাকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। স্পন্সর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৪টি দলের অংশগ্রহণের মধ্যদিয়ে গত ২৮ মার্চ এবারের প্রতিযোগিতা শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন