শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রিকেট ক্যারিয়ারেই বেরুলো মাশরাফির আত্মজীবনী

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েছেন ইতোমধ্যে দেড় দশক। ইনজুরি যার নিত্যসঙ্গী, সেই মাশরাফি খেলছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন অদম্য মনোবলে। চিত্রা নদীতে দুরন্তপনায় বেড়ে ওঠা এক সময়ের কৌশিক নামের ছেলেটির নড়াইল এক্সপ্রেস হয়ে ওঠা, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সফল অধিনায়ক হওয়া, এসব নিয়ে আত্মজীবনীমূলক বই প্রকাশিত হলো তার ক্রিকেট ক্যারিয়ারেই। মাঠের ভেতরে-বাইরে তার নাটকীয় ও রোমাঞ্চকর জীবন উঠে এসেছে এই বইয়ে। মাশরাফির জীবনীভিত্তিক বই এটিই প্রথম। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় রচিত ‘মাশরাফি’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল হয়ে গেল খুলনার সিটি ইন হোটেলে। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফিতা খুলে বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বইটির লেখক, প্রকাশক, জাতীয় দলের ক্রিকেটাররা। অনুষ্ঠানের শুরুতে মাশরাফির উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। তাকে নিয়ে লেখা বই এর উপর আলোচনা করেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, ওপেনার তামিম ইকবাল ও কোচ চন্দিকা হাথুরুসিংহে।
নিজের আত্মজীবনীমূলক বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক এবং প্রকাশকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাশরাফি। বলেছেনÑ ‘জীবন মানে এক কথায় বলব, উপভোগ করা। জীবন মানেই শুধু ক্রিকেট খেলা নয়, জীবন মানেই আপনি কত উইকেট পেলেন, কত রান করলেন বা আপনি কত বড় সুপারস্টার হলেন, এসব নয়। একটা সময় এসবের মূল্য থাকবে না। তাই আমি মনে করি আপনি কাউকে ভালোবাসছেন, কেউ আপনাকে ভালবাসছে, এটাই হচ্ছে জীবন।’ নিজের উপর লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাশরাফিকে প্রশ্ন করেছেন সতীর্থরা। প্রথমবার অধিনায়ক হওয়ার পর দলের সবাইকে আলাদা করে খামে ভরে চিটি লিখে হাতে তুলে দিয়েছিলেন মাশরাফি, যাতে লেখা ছিল অনুপ্রেরণাদায়ী নানা কথা ও তার কাছে দলের চাওয়া। ২০০৯ সালের সেই অজানা ঘটনাই শুনিয়েছেন মাহমুদুল্লাহ। ম্যাচের আগে কিভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন মাশরাফি, সেটা অভিনয় করে দেখিয়েছেন কোচ। মাঠে নামলে চোটের কথা সব ভুলে শতভাগ নয়, দুশ’ ভাগ ঢেলে দেন মাশরাফি, এমন সার্টিফিকেট দিয়েছেন কোচ। বইয়ের মোড়ক উন্মোচন শেষে মাশরাফি ফটোসেশনে অংশ নেন। প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণীর ক্রিকেটভক্তদের অটোগ্রাফ দেন। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (বিসিএসএ) তাদের প্রথম প্রকাশনা হিসেবে বের করেছে বইটি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন