বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৫ জন বাংলাদেশি মানসিক ভারসাম্যহীন নাগরিক দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার দুপুরে আখাউড়া সীমান্তের চেকপোষ্ট দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশের সহকারি হাই কমিশনের কর্মকর্তারা তাদেরকে হস্তান্তর করে। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার তাদেরকে গ্রহণ করেন। এ সময় নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা সীমান্তের শূণ্য রেখায় উপস্থিত ছিলেন। দেশে ফেরা নাগরিকরা হলেন, চট্টগ্রামের সন্তোষ দেব, নারায়নগঞ্জের বিজন চুন্নু, মানিকগঞ্জের ময়না বেগম, পটুয়াখালির রোজিনা বেগম ও কুমিল্লার কুলসুম বেগম।
ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ বলেন, বাংলাদেশি এসব নাগরিকদের বিভিন্ন সময় মানসিক ভারসাম্যহীন অবস্থায় পুলিশ উদ্ধার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে চিকিৎসার জন্য ত্রিপুরার একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য হওয়ায় দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হলো।
পাঁচ বাংলাদেশিকে হস্তান্তরের সময়, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, এস এম আসাদুজ্জামান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন