শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ডিবিএল-বিএসপিএ ক্রীড়া উৎসব শুরু

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) আয়োজনে এবং দুলাল বাংলাদেশ লিমিটেডের (ডিবিএল) পৃষ্ঠপোষকতায় গতকাল শুরু হয়েছে বিএসপিএ-ডিবিএল ক্রীড়া উৎসব। আভ্যন্তরীণ এ ক্রীড়া উৎসবে সমিতির সদস্যরা ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, আর্চারি, শ্যুটিং ও দাবায় অংশ নিচ্ছেন। প্রথম দিন ক্যারাম এককে ইত্তেফাকের সোহেল সারোয়ার চঞ্চল ঢাকা টাইমসের আহাদুজ্জামান মিয়াকে এবং করতোয়ার সাহাব উদ্দিন সাহাব জাগো নিউজের রফিকুল ইসলামকে পরাজিত করেছেন। সকালে পাঁচ দিনব্যাপী এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব, ক্রীড়া উৎসব কমিটির চেয়ারম্যান এইচবি চৌধুরী শিশির ও সদস্য সচিব মাহবুব সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন