শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হেলেনা জাহাঙ্গীরের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণের নজরুল মঞ্চে বিশিষ্ট সমাজসেবী ও নারী উদ্যেক্তা হেলেনা জাহাঙ্গীরের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে লেখিকা ছাড়াও উপস্থিত ছিলেন, শিশু সাহিত্যিক আলী ইমাম, প্রফেসর ড. গোলাম মাওলা চৌধুরী, তিন গোয়েন্দার লেখক রকিব হাসান, কথা সাহিত্যক বুলবুল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকমল বড়ুয়া, জিয়াউল হাসান, সঙ্গীত পরিচালক বাংলাদেশ বেতার ও টেলিভিশন, কবি ও শামীম রুমী টিটন, চিত্রনায়ক হৃদয় চৌধুরীসহ আরও অনেকে। হেলেনা জাহাঙ্গীর বলেন, অমর একুশে বই মেলায় ‘সত্তা’, ‘ফেইজবুকের পাতা থেকে’ ও ‘সময়ের দর্পণ’ নামে আমার তিনটি বই প্রকাশিত হয়েছে। ফেইজবুকের পাতা থেকে বইটি উৎসর্গ করেছি ফেইজবুকের বন্ধুদের, সময়ের দর্পণ আমার প্রিয় দেশকে আর সত্তা আমার প্রিয় মানুষকে উৎসর্গ করেছি যার অনুপ্রেরণায় আজ আমি এখানে। শত ব্যস্ততার মাঝেও ভাষার টানে ভাষার মাসে সব শ্রেণীর পাঠকদের জন্য ভিন্ন আঙ্গিকে সময়ের প্রেক্ষাপটে বই তিনটি লেখার চেষ্টা করেছি। চেষ্টা করেছি জীবন আর জয়কে নিয়ে লেখার। তুলে ধরেছি ১৭ কোটি মানুষের ৩৪ কোটি চোখের স্বপ্নকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন