‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এই স্লোগানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এদিন সকাল ৭টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সস্থ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবসের কার্যক্রম শুরু করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স থেকে র্যালি বের হয়। যা হাইকোর্ট, শিক্ষাভবন প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, এনএসসি সচিব পরিমল সিংহ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু. আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলামসহ অন্যান্য ফেডারেশনের কর্মকর্তাসহ ফুটবল, হকিসহ বিভিন্ন সার্ভিসেস দলের খেলোয়াড় ও ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা। র্যালি শেষে এনএসসির টাওয়ারস্থ শেখ কামাল অডিটোরিয়ামে সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজে এখন মাদকের প্রভাব ব্যাপক। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে ক্রীড়াঙ্গণকে বড় ভূমিকা রাখতে হবে। একজন ক্রীড়াবিদ ও সংগঠক মাদক থেকে দূরে থাকেন। কোন ক্রীড়াবিদ মাদক গ্রহন করতে পারে না।’ তিনি যোগ করেন, ‘মাদকহীন সমাজ গড়ে আমরা জাতির পিতার সোনার বাংলা উপহার দেব।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন