শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রুশ ঘনিষ্ঠতা নিয়ে ভারতকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১০:৪৫ এএম

প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে ভারতকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার হোয়াইট হাউজের ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান দেসে সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারের প্রতি আমাদের বার্তা হচ্ছে রাশিয়ার সঙ্গে আরও বেশি কৌশলগত ঘনিষ্ঠতার পরিণতি এবং মূল্য হবে দীর্ঘ মেয়াদী এবং উল্লেখযোগ্য।’
তিনি বলেন, ‘আগ্রাসনের জেরে চীন এবং ভারত উভয়ের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নিশ্চিতভাবে হতাশার জায়গা রয়েছে’। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত।
এশিয়ায় চীনের বিরোধী শক্তি হিসেবে ভারতকে চিহ্নিত করে থাকে যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গের হিসেব অনুযায়ী রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ভারত।
গত সপ্তাহে ভারত সফর করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা দালিপ সিং। তিনি ওয়াশিংটনে ফেরার পর হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, ‘সফরের মধ্যে দালিপ সিং স্পষ্ট করেছেন যে আমরা বিশ্বাস করি না রাশিয়ার জ্বালানি এবং অন্য পণ্য আমদানিতে ভারতের স্বার্থ বাড়বে।’ সূত্র: বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন