শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভার্চুয়াল বৈঠকে বাইডেনের সঙ্গে যে কথা হলো মোদির

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১০:৪৬ এএম

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনা শান্তির পথ প্রশস্ত করবে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার এক ভার্চুয়াল বৈঠকের সময় ইউক্রেন ইস্যুতে মোদি এ কথা বলেন। চলমান ইউক্রেন সংকট ছাড়াও এই দুই নেতা আরও একাধিক বিষয় আলোচনা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বাইডেনের সঙ্গে আলাপকালে নরেন্দ্র মোদি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ওষুধ ও ত্রাণ সামগ্রী সহায়তা পাঠানোর ক্ষেত্রে ভারতের অবদানের কথা উল্লেখ করে বলেন- ‘ভারত আশা করে, “রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনা শান্তির পথ প্রশস্ত করবে”।’
মোদি বাইডেনকে আরও বলেন, ‘আমরা ইউক্রেনের বেসামরিক জনগণের নিরাপত্তা, তাদের জন্য মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন সরবরাহকে গুরুত্ব দিয়েছি। সম্প্রতি, বুচা শহরে নিরপরাধ বেসামরিক লোকদের হত্যার বিষয়টি খুবই উদ্বেগজনক ছিল। আমরা তৎক্ষণাৎ এর নিন্দা জানিয়ে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছি।’ মোদি বাইডেনকে আরও বলেন, ‘এর আগে গত বছরের সেপ্টেম্বরে আমি যখন ওয়াশিংটনে এসেছিলাম তখন আপনি বলেছিলেন- ভারত-মার্কিন অংশীদারত্ব অনেক বৈশ্বিক সমস্যার সমাধানে অবদান রাখতে পারে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। বিশ্বের দুই বৃহত্তম ও প্রাচীনতম গণতন্ত্রের দেশ হিসেবে আমরা উভয় দেশই উভয় দেশের প্রাকৃতিক অংশীদার।’ সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন