শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

স্যার জিওফ্রে উইলিয়াম হিল

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম


অনুবাদ : মুহাম্মদ শামীম রেজা
(১৮ জুন ১৯৩২ - ৩০ জুন ২০১৬) ছিলেন একজন ইংরেজ কবি, ইংরেজি সাহিত্য ও ধর্মের অধ্যাপক ইমেরিটাস এবং বোস্টন বিশ্ববিদ্যালয়ের সম্পাদকীয় ইনস্টিটিউটের প্রাক্তন সহ-পরিচালক। হিলকে তার প্রজন্মের সবচেয়ে বিশিষ্ট কবিদের মধ্যে বিবেচনা করা হয় এবং তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ জীবন্ত কবিগ্ধ বলা হয়। অক্সফোর্ড। তাঁর সংগৃহীত সমালোচনামূলক লেখার জন্য ২০০৯ সালে সাহিত্য সমালোচনার জন্য ট্রুম্যান ক্যাপোট পুরস্কার এবং ব্রোকেন হায়ারার্কি (কবিতা ১৯৫২-২০১২) প্রকাশের পর হিলকে ২০ শতকের এবং ২১ শতকের কবিতা ও সমালোচনার অন্যতম প্রধান অবদানকারী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সেপ্টেম্বরের গান কবিতাটি মাত্র দশ বছর বয়সে, নাৎসি জার্মানির কনসেনট্রেশন ক্যাম্পে নিহত এক শিশুর মৃত্যুতে শোকাহত হয়ে তিনি লিখেন।

সেপ্টেম্বরের গান
জিওফ্রে হিল
জন্ম ১৯.৬.৩২ - নির্বাসিত ২৪.৯.৪২

তুমি হয়তো অবাঞ্ছিত ছিলে,
অস্পৃশ্য তুমি ছিলে না। ভুলিনি
অথবা সঠিক সময় পার হয়ে গেছে।
ধারণ করি তুমি গত হয়েছ ;অথচ
বিশেষ অধিকার নিয়ে সন্ত্রাস এগিয়ে গেল যথেষ্ট,

সন্ত্রাস যার শেষ নেই, পোষে রাখে অনেক নিয়মিত কান্না।

(আমি তৈরি করেছি এটা আমার জন্য একটি শোভা সত্য)

সেপ্টেম্বর গুল্মলতার মতো দুঃখ মোটাতাজা করে।
দেয়াল থেকে ঝরে পড়ে দুঃখ গোলাপ।
ধোঁয়া আর নিরীহ আগুনের প্রবাহ আমার চোখে পড়ে...
এই প্রচুর,এই যথেষ্ট বেশী!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন