হায় চিত্রা! কেমন আছো তুমি?
এখনো কি তুমি বয়ে চলো আগের মতই
সুনসান, নিরিবিলি?
এখনো কি তোমার পাজর ভেঙ্গে
ঢেউ গুলো ফিরে যায়?
এখনো কি আমায় রেখেছ মনে
সুগভীর নিরবতায়?
এখনো কি তোমার বুকে বাসা বাঁধে
কচুরীপানার ঝাক?
এখনো কি তোমার বুক চিরে ওড়ে
পানকৌড়ি, সাদা বক?
তুমি কি এখনো আগের মতই
লাস্যময়ী, দুর্বার?
এখনো কি তুমি ছুটে চলো অবিরাম
দুর বহুদুর পারাবার?
এখনো কি তোমার দেহের বাঁকে
যৌবন ছলো ছলো?
তুমি কি এখনো গান গাও
সুর তোল কলো কলো?
এখনো কি তোমায় খুজে পাবো
সেই রঘুনাথপুর খেয়াঘাট?
এখনো কি বসে তোমার সকাশে
শুলপুরের ছোট হাট?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন