শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

‘রোজা আমাকে বাড়তি শক্তি দেয়’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

চলছে সিয়াম সাধনার মাস রমজান। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থেকে এ মাসেও মাঠ মাতিয়ে বরাবরই শিরোনামে বিশ^জুড়ে নানান প্রান্তের মুসলিম ফুটবলাররা। এই রমজানে আবারও রোজা রেখে মুগ্ধতা ছড়ানো পারফরম্যান্সে সারাবিশে^ই আলোচিত নাম করিম বেনজেমা। দুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। যার সবকটি গোলই করেছেন বেনজেমা। তাতে ফরাসি তারকা চতুর্থ ফুটবলার হিসেবে উইরোপ সেরারা মঞ্চে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন ফরাসি এই মুসলিম স্ট্রাইকার। এর আগের ম্যাচে পিএসজির বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা। তবে এবারের হ্যাটট্রিকটির মাহাত্ম্য হচ্ছে, ম্যাচটি হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজে। তপ্ত লন্ডনের দীর্ঘ ১৪ ঘন্টা রোজা রেখে ইফতারের কিছু পরেই মাঠে নামতে হয়েছিল বেনজেমাকে। বরাবরের মতো এবারও রোজা রেখেই মাঠ মাতিয়ে মাত্র ২১ মিনিটের ব্যবধানে লস ব্লাঙ্কোসদের হয়ে তিন গোল করা এই মুসলিম তারকা জানান, রোজা তাকে বাড়তি শক্তি দেয়।
ব্যক্তি জীবনে সুশৃঙ্খল, ধার্মিক, মাঠে ধারাবাহিক- বেনজেমাই কি এখন বিশ্বের সেরা নাম্বার নাইন? রিয়াল মাদ্রিদের জার্সিতে মৌসুম জুড়েই যিনি আছেন দারুণ ছন্দে। ধারাবাহিকভাবে নিজে গোল করছেন, সতীর্থদের দিয়ে করাচ্ছেন। প্রায় সাড়ে পাঁচ বছরের ‘নির্বাসন’ শেষে গত বছরের মাঝামাঝি জাতীয় দলে ফিরেও আলো ছড়ান তিনি। বয়সের ভারে তাই মিইয়ে যাওয়া নয়, বরং হয়ে উঠেছেন আরও ক্ষুরধার। অসাধারণ পথচলায় চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে তো এখন বিশ্ব ফুটবলের শিরোনাম এই ফরাসি তারকা।
বেনজেমার এই দারুণ ফর্মের দেখা মিলছে কয়েক মৌসুম ধরেই। নির্দিষ্ট করে বললে, ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে যাওয়ার পর ধীরে ধীরে দলটির প্রাণভোমরা হয়ে উঠেছেন তিনি। আর লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর বলতে গেলে পুরো লা লিগার মুখ এখন বেনজেমা। ২০২২ সালের ডি’অর জয়ী ঘোষণার এখনও অনেক দেরি। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে এমন নজরকাড়া পারফরম্যান্স, হাইভোল্টেজ ম্যাচে ফল নির্ধারক হয়ে ওঠা এবং সর্বোপরি যে ধারাবাহিকভাবে খেলে চলেছেন, তাতে এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি বেনজেমার হাতে দেখতে শুরু করেছেন অনেকে। গত বছরের ব্যালন ডি’অরের দৌড়েও ছিলেন তিনি। শেষ পর্যন্ত চতুর্থ হন বেনজেমা। চেলসিকে উড়িয়ে দেওয়ার পর বেনজেমা অবশ্য বলেছেন, ব্যালন ডি’অরের জন্য লড়েন না তিনি। তার লক্ষ্য শুধু স্ট্যামফোর্ড ব্রিজের মতো রাত উপহার দেওয়া, ‘আমি বিশ্বের সেরা হওয়ার লক্ষ্য নিয়ে ফুটবল খেলা পছন্দ করি না। আমি এই রাতের মতো খেলতে চাই।’
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১ গোল হয়ে গেছে বেনজেমার। আসরে তার চেয়ে বেশি গোল কেবল রবের্ত লেভানদোভস্কির (১২)। আর লা লিগায় বেনজেমার গোল এখন সর্বোচ্চ ২৪টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত ৩৭ গোল তার। ঠিক যেন রোনালদো-মেসির সেরা সময়ের মতো করে পারফরর্ম করে যাচ্ছেন তিনি। চেলসিকে গুঁড়িয়ে দেওয়ার পর ফ্রান্স, ইতালি, জার্মানির সংবাদমাধ্যমগুলোর প্রথম পাতায় জায়গা করে নিয়েছেন বেনজেমা। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোখে বেনজেমাই বিশ্বের সেরা স্ট্রাইকার, ‘বেনজেমা বিশ্বের সেরা স্ট্রাইকার। সে দেখিয়ে যাচ্ছে, আসলে তার মান কত উঁচুতে। আমরা তার সঙ্গে গোল করে যাচ্ছি, সে দুর্দান্ত।’
বেনজেমার প্রশংসা আসছে ইংল্যান্ড থেকেও। সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড মনে করেন বেনজেমা এখন ভিন্ন পর্যায়ের ফুটবল খেলছেন, ‘যখন ক্রিস্টিয়ানো রোনালদো সেখানে (রিয়ালে) ছিল, বেনজেমা আড়ালে থাকাটাই মেনে নিয়েছিল, কারণ সে জানত দলের আসলে কী প্রয়োজন। কিন্তু এখন সে ছায়া থেকে বেরিয়ে এসেছে। তার বয়স এখন ৩৪ এবং সে এখন বিশ্বসেরা নাম্বার নাইন। সে এখন অন্য পর্যায়ে আছে।’
জাতীয় দলে ফেরার পর থেকে সেখানেও নিয়মিত ভালো করছেন বেনজেমা। গত জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চারটি গোল করেন তিনি। পরে দলকে নেশন্স লিগের শিরোপা জেতাতে গোল করেন সেমি-ফাইনাল ও ফাইনালে। সব মিলিয়ে গত বছর ফ্রান্সের হয়ে ১৩ ম্যাচে তার গোল ৯টি। এখন ক্লাবের হয়েও ছুটছেন দুর্বার গতিতে। ইতালির সাবেক ফুটবলার ও কোচ ফাবিও কাপেলো তো আলফ্রেডো ডি স্তেফানোর সঙ্গেও বেনজেমার তুলনা টানছেন, ‘সে গোল তৈরি করে, গোল করে এবং মাঠে দলকে নেতৃত্ব দেয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Abdullah Al Noman ৯ এপ্রিল, ২০২২, ৫:২৬ এএম says : 0
মাশা-আল্লাহ
Total Reply(0)
Sotter Pothe Rakho ৯ এপ্রিল, ২০২২, ৫:২৭ এএম says : 0
Ma sha Allah ma sha Allah kuv valo laglo
Total Reply(0)
Quraner Alo ৯ এপ্রিল, ২০২২, ৫:২৭ এএম says : 0
আল্লাহ কবুল করুক।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন