শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আচমকা ইউক্রেনে সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, মুখোমুখি কথা জেলেনস্কির সঙ্গে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৯:০০ পিএম

কাকপক্ষীও ঘুনাক্ষরে টের পায়নি। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আচমকাই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাজির হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রাজধানী কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকও করলেন তিনি।

ব্রিটেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, বরিসের ইউক্রেন সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

ওই ছবির বিবরণীতে শুধু লেখা, ‘চমক’। সূত্রের খবর, রাশিয়ার সামরিক অভিযানের আবহে গত মাসেই ইউক্রেন সফর করার কথা ভাবছিলেন বরিস। প্রশাসনিক কর্তাদের ইউক্রেন সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলে সব বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছিলেন তিনি।

এর পরেই সম্ভব হল দুই দেশের রাষ্ট্রনায়কের বৈঠক। সূত্র: ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন