মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সঙ্কটকালে শ্রীলঙ্কার কোচ সিলভারউড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

দেশটিতে চলছে স্মরণকালের সবচাইতে বড় এক সঙ্কট। এর মাঝেই বাংলাদেশ সফরের পরিকল্পনায় ব্যস্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে তার আগে নতুন কোচ পেয়েছে দ্বীপ দেশটি। শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ক্রিস সিলভারউড। গতকাল এক বিবৃতিতে ক্রিকেট শ্রীলঙ্কা জানায়, দুই বছরের চুক্তি হয়েছে ইংল্যান্ডের সাবেক এই কোচের সঙ্গে। মিকি আর্থার পদত্যাগ করার পর কয়েক মাস ধরে শ্রীলঙ্কার স্থায়ী প্রধান কোচের পদটি খালি ছিল।
গত বছরের শেষের দিকে শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়ান আর্থার। এরপর তিনি যোগ দেন ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ইংল্যান্ড নাস্তানাবুদ হওয়ার পর থেকেই চাপের মুখে ছিলেন সিলভারউড। সিরিজে ৪-০ তে হারে ইংলিশরা। গত ৪ ফেব্রুয়ারি সিলভারউডকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার কোচ হিসেবে সিলভারউডের যাত্রা শুরু হবে আগামী মে মাসে বাংলাদেশ সফর দিয়ে। সফরে কেবল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন