শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ১২ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) অডিটোরিয়াম, ঢাকায় আয়োজন করা হয় এক বৃত্তি প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এবং বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নাদের খান, ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডা: ইকবাল আনোয়ার। এ সময় ব্যাংকের পরিচালকবৃন্দসহ প্রাইম ব্যাংক এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন । শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ২০০৭ সালে ১৭০ জন, ২০০৮ সালে ১২২ জন, ২০০৯ সালে ১৯৮ জন, ২০১০ সালে ১৯৬ জন, ২০১১ সালে ২০৫ জন ২০১২ সালে ৩৮৬ জন, ২০১৩ সালে ৩৯৪ জন, ২০১৪ সালে ৪০২ জন ২০১৫ সালে ৩৭২ জন এবং এ বছর ৩৪৪ জনসহ এ পর্যন্ত ২,৭৮৯ জন দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীকে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী ও নবায়নযোগ্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে যা তাদের লেখা-পড়া শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ বছর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীগণ প্রতি মাসে ২,৪০০/- টাকা করে বৃত্তি পাবে। উল্লেখ্য, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ‘শিক্ষা সহায়তা কর্মসূচি’-এর আওতায় ২০০৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ বা বিশ্ববিদ্যালয়) স্নাতক পর্যায়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত অথচ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এই প্রকল্পের উপদেষ্টাম-লীর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের স্বনামধন্য তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ। যাদের সুচিন্তিত পরামর্শের কারণে সকল পর্যায়ে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (25)
Razib ৫ মে, ২০১৭, ৪:৪৩ পিএম says : 1
আমার একটা বৃত্তি প্রয়োজন
Total Reply(0)
Moniruzzaman ১৪ মে, ২০১৭, ১২:০২ পিএম says : 0
আমি এবার SSC(2017)পরীখখাই উত্তীন হয়েছি ।আমার একটা বৃত্তির ব্যবস্থা হলে উপকৃত হব এবং ইনকিলাব কমিটির কাছে কৃতঙ্গ থাকব।
Total Reply(0)
আনোয়ার সুফিয়ান ২৬ মে, ২০১৭, ৯:১২ এএম says : 0
আমি 2017 সকলের এসএসসি পরীক্ষায় 4.91পেয়েছি।আমি অত্যন্ত দরিদ্র। পড়াশোনা করা বোধ হল সম্ভব না। আমি প্রত্যন্ত বাসিন্দা। একটা বৃত্তির ব্যবস্থা হলে ব্যাপক উপকৃত হই
Total Reply(0)
জোবায়ের আল নাছের ৩ জুন, ২০১৭, ৬:৩৪ পিএম says : 0
আমি ২০১৭ দাখিল পরীক্ষাতে জিপিএ ৫.০০ পেয়েছি। তাই আমি একটা বৃত্তির জন্য আবেদন করছি ।
Total Reply(0)
Monir ১৩ জুন, ২০১৭, ১২:০৭ পিএম says : 0
আমি 2017 সালে Sscতে 5.00পাইছি আমি কি ভাবে আবেদন করব?
Total Reply(0)
abdul aziz ৭ আগস্ট, ২০১৭, ১১:১৯ পিএম says : 0
আমার বাড়ি নোয়াখালি হাতিয়া। আমি sscতে GPA 5.00পেয়েছি এখন বই কেনার মত টাকা নেই। তাই বলছি কেউ যদি সাহায্যের হাত বাড়ায় তাহলে ভীষণ উপকার হবে।আমার ভবিষৎ জীবনের একটা মাইল পলক হবে। আমি সবার কাছে করুনা চায় না চাই মানবতা।আমিও তো একজন মানুষ আমার কি পড়া লেখার সুযোগ নেই।
Total Reply(0)
মাহমুদুল হাসান ১০ আগস্ট, ২০১৭, ৯:০৭ পিএম says : 0
আমি একজন হতদরিদ্র ঘরের সন্তান *আমি SSC 2017 তে GPA :5.00 পেয়েছি*আমি টাকার অভাবে এখনো বই কিনতে পারি নাই*আমার একটা বৃত্তির প্রয়োজন *আমি কি বই কিনতে পারব না শুধু টাকার জন্যে*আমি গ্রামের ছেলে
Total Reply(0)
Faruk hossen ১৪ আগস্ট, ২০১৭, ৯:৫১ এএম says : 0
আমি কুমিল্লা বোর্ড থেকে এস.এস.সি 2016-এ অংশগ্রহণ করে 5.00 পেয়েছি|এখন কোনো বৃত্তি পাওয়া যাবে নাকি?
Total Reply(0)
MD MOJNU MIAH ৩ নভেম্বর, ২০১৭, ১০:৫৮ এএম says : 0
> > আমি ২০১৭-২০১৮ সালে ভর্তি পরীক্ষায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে A1 ইউনিট এ ৫৩ তম হয়েছি। আমার বাবা একজন রিকশাচালক। ছোটকাল থেকেই অনেক বড় মানুষ হতে চেয়েছি... তাই ছোটকাল থেকেই জিবনের সাথে লড়াই করে আসতেছি স্যার কখনও টিউশনি করিয়ে কিংবা কখনো রিক্সা চালিয়ে লেখাপড়া খরচ চালিয়ে আসছি স্যার। HSC তে আমার পড়াশুনা চালানোর জন্য ১ লাখ টাকা ঋন হয়। তাই আমার আর কোচিং করা হয় নি পরিবার থেকে ১ বছর গ্যাপ দিতে বলে.. পরিবারসহ মিরপুর ১২ তে আসি। আমি টিউশনি করাই, বাবা রিক্সাচালায়, মা অন্যের বাড়িতে কাজ করে। > > আব্বু আম্মুর কষ্ট দেখে আমার কান্না আসে তাই ভাবলাম যে আমার আর পড়াশুনা হবে না। আমরা তিন ভাই বোন। আমার সব থেকে খারাপ লাগছে যখন আব্বু আমার ছোট ভাইকে দোকানে রাখল। > > আমি জানি আমার পরিবারের পক্ষে ভর্তির টাকাটা ম্যানেজ করা একবারেই অসম্ভব। হয়ত CSE পাব ল্যাপটপ কিনতে হবে। কিন্তু কি হবে আমার যেখানে ভর্তির টাকাটা নিয়ে টেনশন সেখানে ল্যাপটপ! > > > > আমি এস.এস.সি তে গোল্ডেন জিপিএ ৫.০০ এবং এইচএসসি তে ৪.৮৩ পাই। > > রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট এখনো দেই নি । আমি SUST এ পরীক্ষা দিব ১৮ তারিখ। ""স্বপ্ন পূরনের সাথী হয়ে কে দাঁড়াবে আমার পাশে। "" > >
Total Reply(0)
মোঃ শান্ত হোসেন ৩ মে, ২০১৮, ৮:২৫ পিএম says : 0
আমি এসএস সি তে ৪.৮৯ পেয়েছি এইচ এস সিতে ৪.৭৫ পেয়েছি। বাবা একজন সাধারন দিনমজুরি,অনেক কষ্টে লেখাপরার খরচ চালাই,তাই কোন ভাবে যদি আর্থিক সাহায্য পাওয়া যেত তাহলে আমার লেখাপরা চালিয়ে যাওয়া সহজ হতো।
Total Reply(0)
মাহিয়া রহমান ১০ জুন, ২০১৮, ৯:০২ পিএম says : 0
আমি 2018 সালে এস,এস,সি পরিক্ষায় ফরিদপুর জেলা থেকে জি,পি,এ- 5 পেয়েছি, কিন্তু দুঃখ-কষ্ট, অভাব-অনটন আমাদের নিত্যসঙ্গি তাই জীবন যুদ্ধে আর সংগ্রাম করতে পারছি না। আমি কি আপনাদের শিক্ষাবৃত্তি পেয়ে অনগ্রশর হতাশার জীবনে একটু আশার আলো পেতে পারি।
Total Reply(0)
সাজ্জাদুল ইসলাম সজল ২০ জুলাই, ২০১৮, ৪:২৯ পিএম says : 0
আমি এবার এস এস সি পরিক্ষায় জিপিএ ৫.০০ পেয়েছি। আমার পরিবারে ছয় জন সদস্য ও খুবই দরিদ্র। আমার বাবার পক্ষে এত জন মানুষের ভরন পোষন খুবই অসম্ভব হয়ে দারিয়েছে। হয়তো আমার পড়ালেখা সম্পুর্ন্য শেষ নাও হতে পারে। তাই আপনারা (ইনকিলাব) যদি আমাকে বৃত্তিটা দিয়ে একটু সাহায্য করেন তাহলে আমরা অনেক বড় উপকৃত হয়।
Total Reply(0)
Md Moksadul Momin ২২ জুলাই, ২০১৮, ৮:৩৭ এএম says : 0
আমি এস এস সি তে 4.89 পাই আর এইচ এস সি তে 2018 দিনাজপুর বোর্ড থেকে 4.75 পাই আমার বাবা নেই মা আবার অন্যের ঘরে চাচার কাছে থাকি আমি আমার লেখাপড়া খুব কষ্টের মধ্যে চালাই তাই আমার ব্যাংকের বৃত্তি সাহায্য খুব প্রয়োজন।
Total Reply(0)
মোঃ শামীম শেখ ২ আগস্ট, ২০১৮, ৫:২৭ পিএম says : 0
আমি ২০১৫ তে এসএসসি ও ২০১৭ তে এইচএসসি পাস করেছি আমার দুটাতে মোট পয়েন্ট ৯.৪৪,,,, বর্তমান গাইবান্ধা সরকারি কলেজে গনিত বিভাগে অধ্যায়নরত ছাএ আমরা তিন ভাই বোন সেজন্য আমার লেখা পড়া করানো আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে দঁাড়িয়েছে তাই উপবৃত্তিটা পেলে আমার পড়া-শুনা সম্ভাব হবে।
Total Reply(0)
Riyadul Islam Fardin ৩১ জানুয়ারি, ২০১৯, ১০:৩১ পিএম says : 0
২০১৮ সালের জেএসসি এর জিপিএ ৫.০০ প্রাপ্ত পাওয়া ছাত্রকে কি বৃত্তি প্রদান করা হয়
Total Reply(0)
Bijoy saha ১০ মার্চ, ২০১৯, ৯:০১ পিএম says : 0
নমঙ্কার।আমি এবার এসএসসি পাশ করছি5.00 নিয়ে।আমার বাবা নাই। আমার বড় ভাই ডিগ্রি ১ম বর্ষের ছাত্র।এবং সে বাবা মারা যাবার পল একটা চাকুরী করছে।তির পক্ষেবাড়ির খরচ আমার পড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না।তাই যদি কোন সাহায্যে পেতাম তাহলে খুব উপকৃত হতাম
Total Reply(0)
মোঃ শফিকুল ইসলাম ১৩ মার্চ, ২০১৯, ১০:৪৯ পিএম says : 0
আমি একটি দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা একজন কৃষক। আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি। আমার পিতা বর্তমানে অসুস্থ। আমাকে সাহায্য করলে আমও কৃতজ্ঞ থাকব।
Total Reply(0)
রাখিল মোল্লা ১৬ এপ্রিল, ২০১৯, ১:১৬ পিএম says : 0
এই বৃত্তি কতমাস পর্যন্ত দেয়া হয় একজন শিক্ষার্থীকে,,,?
Total Reply(0)
মিরাজুল ইসলাম ৬ মে, ২০১৯, ১০:৫৩ এএম says : 0
আমি ২০১৬ সালে দাখিল পরিক্ষাি দিয়ে জিপিএ ৫.০০ ও আলিম পরিক্ষা দিয়ে জিপিএ ৪.৫০ পেয়েছি।আমার জন্য একটা বৃত্তির ব্যাবস্থা করলে উপকৃত হতাম
Total Reply(0)
মোঃ মুন্না মিয়া ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫২ এএম says : 0
আমি একজন কৃষক এর সন্তান। আমার পড়ালেখা খুব কষ্টে চালাই। যদি বৃত্তিটা পাই তাহলে খুব উপকার হবে। তাই বৃত্তিটা দেওয়ার জন্য অনুরোধ জানাইছি। আমি ssc তে gpa 5.00 পাইছি। আমার গ্রামের নাম ফুলবাড়িয়া। জেলা সিরাজগঞ্জ।
Total Reply(0)
মোঃ মুন্না মিয়া ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫২ এএম says : 0
আমি একজন কৃষক এর সন্তান। আমার পড়ালেখা খুব কষ্টে চালাই। যদি বৃত্তিটা পাই তাহলে খুব উপকার হবে। তাই বৃত্তিটা দেওয়ার জন্য অনুরোধ জানাইছি। আমি ssc তে gpa 5.00 পাইছি। আমার গ্রামের নাম ফুলবাড়িয়া। জেলা সিরাজগঞ্জ।
Total Reply(0)
আলোরকণা(একটি সামাজিক সংগঠন ) ১৮ নভেম্বর, ২০১৯, ১০:৩৫ পিএম says : 0
জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে,আমি স্বশিক্ষিত বেকার। স্ব-উদ্দোগী হইয়া বন্ধুদের সঙ্গে নিয়ে উত্তর জনপদের অবহেলিত শিক্ষায় অনগ্রসর জলঢাকা উপজেলার ঝরেপড়া এবং শিক্ষায় পিছিয়ে থাকা শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার জন্য ২০১২ ইং "আলোর কণা" নামক একটি সামাজিক সংগঠন গড়ে তুলি। পর্যায়ক্রমে ২০১৫ সালে মাত্র ৫জন শিক্ষার্থীকে সাথে নিয়ে আলোর কণা ফ্রি পাঠদান কর্মসূচি সফল করার জন্য "আলোর কণা ফ্রি পাঠদান কেন্দ্র" প্রতিষ্ঠা করি।উক্ত কর্মসূচীর আওতায় বর্তমানে ১,০০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।শুধু তাই নয় শিক্ষার্থীদের মেধা বিকাশে চালু করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা(কুইজ,রচনা,হাতের লেখা, বক্তৃতা, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতা সাপ্তাহিক ও মাসিকভাবে আয়োজন করা হয় )। কিন্তু দুঃখের বিষয় যে,ব্যাপক পরিসরের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। আলোর কণা ফ্রি পাঠদান কেন্দ্রের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার জন্য ঘর, বেঞ্চ, টিউবওয়েলসহ বিভিন্ন শিক্ষা উপকরণের চাহিদা তীব্রভাবে অনুভব করছি। অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে,শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার জন্য প্রয়োজনীয় উপকরণ ও আর্থিকসহায়তা বরাদ্দ দানে বাধিত করবেন। বিনীত নিবেদক মোঃফুরাদ হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক, আলোর কণা (একটি সামাজিক সংগঠন ) জলঢাকা,নীলফামারী। .....
Total Reply(0)
MD. MIZANUR RAHMAN ২ জানুয়ারি, ২০২০, ৬:২৬ পিএম says : 0
আমার মেয়ে গত জে.এস.সি 2019 পরিক্ষায় জিপিএ 5.00 পেয়ে উত্তীর্ণ হয়েছে তাই যদি বৃত্তি প্রদান করা হয় তাহলে ভাল হয়।
Total Reply(0)
Rita ১০ নভেম্বর, ২০২০, ৭:৪৮ পিএম says : 0
Sir ami aber ssc exam a Science group thaka GPA 4.94 pice .but amar boi knar taka ni.sir please help me.
Total Reply(0)
Mohona akter ৫ ডিসেম্বর, ২০২২, ৭:২১ পিএম says : 0
Ami ssc 2022 exam disi amr result GPA 5 golden+paisi ami britti pabo ki
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন