শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নিউইয়র্কের পাতাল রেলে গুলি, আহত ১৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

নিউইয়র্কের এক পাতাল রেলস্টেশনে গোলাগুলিতে অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে থার্টি-সিক্সথ স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু যাত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।
পুলিশ জানাচ্ছে, স্টেশনের ভেতরে কিছু অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে। এ ঘটনায় পাতাল রেল ব্যবস্থার অন্তত চারটি লাইনে সমস্যা দেখা দিয়েছে। জরুরি সেবা কর্মীরা ১৬ ব্যক্তির আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক রয়েছে।
নিউইয়র্কের দমকল বাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা প্রথমে খবর পান যে, স্টেশনের ভেতর থকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তার দেখতে পান, বেশ কিছু মানুষ গুলিবিদ্ধ হয়েছে পড়ে আছে। পুলিশ বলছে, হামলাকারীর পরনে নির্মাণকর্মীদের কমলা পোশাক ছিল এবং সে গ্যাসমাস্ক পরে ছিল। কিন্তু সে কেন এ হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের একজন মুখপাত্র নিজের নিরাপত্তার স্বার্থে ঐ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। সূত্র : নিউ ইয়র্ক টাইমস, বিবিসি বাংলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Jashim Chowdhury ১৩ এপ্রিল, ২০২২, ৩:১০ এএম says : 0
আমেরিকা এখনো নিরাপদ নয়। শক্তিশালী গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে পাতাল রেল স্টেশনে হামলা কল্পনা করা যায়!
Total Reply(0)
Kaium Parvej ১৩ এপ্রিল, ২০২২, ৩:১১ এএম says : 0
নিউইয়র্কের মতো শহরে এই ঘটনা খুবই দুঃখজনক। তাদের নিরাপত্তা ব্যবস্থা দিন দিন দুর্বল হচ্ছে।
Total Reply(0)
Shahjahan ১৩ এপ্রিল, ২০২২, ৩:১১ এএম says : 0
নীরিহ মানুষ হত্যা করা,এটা অত্যন্ত মর্মান্তিক ও নৃশংসত ঘটনা। এই জঘন্য হত্যাকান্ডের সাথে যে বা যারা জড়িত সে বা তারা মানবতাবিরোধী এবং মানব জাতীয় শত্রু।
Total Reply(0)
Abdus Salam ১৩ এপ্রিল, ২০২২, ৩:১২ এএম says : 0
যারা অন্য দেশে লাখ লাখ মানুষ হত্যা করেছে তাদের দেশে নিরাপত্তা থাকবে না কখনো
Total Reply(0)
H M Roni ১৩ এপ্রিল, ২০২২, ৩:১২ এএম says : 0
এই সমস্ত বিশৃংখলা থেকে আমাদের সকলকে রক্ষা করুন হে আল্লাহ এই সমস্ত নোংরা মানুষদের তুমি হেদায়েত দান করুন
Total Reply(0)
Md Firoz Hossain ১৩ এপ্রিল, ২০২২, ৩:১৩ এএম says : 0
জনগণের নিরাপত্তার কথা ভেবে অবিলম্বে ভ্রমণ সতর্কতা জারি করা হউক।
Total Reply(0)
Gazi Mizanur Rahman ১৩ এপ্রিল, ২০২২, ৩:১০ এএম says : 0
· এটা অত্যন্ত দুঃখজনক! বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও চৌকস গোয়েন্দা সংস্থা তো আমেরিকার! যারা কিনা ইরাকে প্রাণঘাতী ভয়ংকর অস্ত্র আছে সেই অগ্রীম তথ্যের ভিত্তিতে ইরাকে হামলা চালিয়েছিল। যেখানে প্রায় ২০ লাখ মানুষ মরেছে এবং আজও প্রতিনিয়ত মানুষ মরছে। এত শক্তিশালী ও চৌকস গোয়েন্দা সংস্থা সিআইএ, এফবিআই যারা কিনা লক্ষ লক্ষ্য মাইল দূরের বিশ্বের অন্য দেশ সম্পর্কে আগাম তথ্য দিতে পার, তাদের নিজের দেশের পাতাল রেলে এই রকম হামলা হতে পারে; সেটা আগে জানতে পারলো না কেন?
Total Reply(0)
jack ali ১৩ এপ্রিল, ২০২২, ১১:৪৮ এএম says : 0
হায়রে গণতন্ত্র তুমি মানুষ মারার যন্ত্র
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন