শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সামনে বিশাল সম্ভাবনা

বিনিময়কালে বিজিএমইএ সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সামনে বিশাল সম্ভাবনা ও সুযোগ রয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা নিবিড় করার মাধ্যমে বাস্তবে রূপ দেয়া যেতে পারে। গত রোববার ঢাকায় কোরিয়ান দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন এর সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপর জোর দিয়েছেন তিনি। কোরিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার জন্য দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানান বিজিএমইএ সভাপতি। এছাড়া বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, বিশেষ করে নন-কটন টেক্সটাইল খাতে বিনিয়োগে কোরিয়ান ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্যও রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন’কে অনুরোধ করেন ফারুক হাসান। রাষ্ট্রদূত লি এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কোরিয়ান দূতাবাস এবং বিজিএমইএর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী যৌথভাবে উদযাপনের বিষয়ে সম্মত হন। মতবিনিময় সভায় বিজিএমইএ এর তফসিলি ব্যাংক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. ইসরাফিল আতিক এবং বাণিজ্য মেলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন