কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানি করে ভর্তুকি বা প্রণোদনা পেতে হলে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র জমা দিতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী রফিকুল হাসানের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে— কৃষিপণ্য (শাকসবজি ও ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রোপ্রসেসিং) রফতানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রফতানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন যাচাই করা (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সংশ্লিষ্ট ব্যাংককে বিষয়টি নিশ্চিত হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানিতে প্রণোদনা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নির্দেশনায় উল্লেখ হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন