রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। তাদের মধ্যে রামপুরার বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনের উপর থেকে ক্রেন ভেঙে মাথায় পড়ে নূর আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০ টায় এই ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নূর আলমের সহকর্মী জসিম বলেন, আমরা একটি নির্মাণাধীন ভবনে ক্রেন দিয়ে ঢালাইয়ের মিক্সচার উপরে তুলছিলাম হঠাৎ করে ক্রেন ভেঙে নূর আলমের উপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। তিনি আরও বলেন, বর্তমানে সে খিলগাঁও থানার ভূঁইয়া পাড়া এলাকায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানা এলাকায়। এর আগে রোববার রাতে রাজধানীর বনানী থানার আমতলী এলাকায় বাসের ধাক্কায় বিলকিস বেগম নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বিলকিস নামে ওই নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও একই রাতে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বিদ্যুৎ অফিসের সামনে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় রহিম নামে এক কিশোর নিহত হয়েছেন। যাত্রাবাড়ী থানার এসআই আজিজুল হক সুমন বলেন, যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকার বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় রহিম নামে এক কিশোর আহত হয়। তিনি আরও বলেন, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা গেলেও চালক পালিয়েছেন। নিহত রহিমের বাড়ি নড়াইল জেলার সদর থানার চালতা তলা এলাকায়। সে ওই এলাকার নিজাম কাজের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন