মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সংকট কাটছে হকিতে

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ১৯ অক্টোবর ১১টি ক্লাবের অংশগ্রহণে শুরু হয়েছিল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগের খেলা। লীগ গড়ানোর আগে ২৫ হাজার টাকা করে দেয়ার কথা থাকলেও এখন ১৫ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয় জিবি সভায়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ক্লাব কর্মকর্তারা। আর বিষয়টি মিডিয়ায় চাউর হলে টনক নড়ে ফেডারেশনের কর্মকর্তাদের। লীগের অংশগ্রহণ মানির ৬০ শতাংশ ফেডারেশন দিলেও বাকি অর্থের দায়িত্ব নিয়েছেন আবদুস সাদেক নিজেই। এ বিষয়ে আবদুস সাদেকের কথা, ‘প্রথম বিভাগ হকি লীগে অংশ নেয়া ক্লাবগুলোকে আমি বলেছি, আপাতত ১৫ হাজার টাকা করে নিয়ে যাও, বাকিটা আমি দেখছি। যদি ফেডারেশন দিতে না পারে, তাহলে আমি তোমাদেরকে সেই অর্থ দিয়ে দেবো।’ তিনি যোগ করেন, ‘আসলে অর্থ সংকটে রয়েছি আমরাও। প্রথমত, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে পরিমাণ অর্থ পাওয়ার কথা, তার পুরোটা এখনো পাইনি। দ্বিতীয়ত, হংকংয়ে এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে যাবে বাংলাদেশ দল। খুব বেশিদিন সময়ও বাকি নেই। তাদের পেছনেও অর্থ খরচের বিষয় রয়েছে। সব দিক দিয়ে হিমশিম খাচ্ছি আমরা।’ আজ ফেডারেশন থেকে ১৫ হাজার টাকা করে দেয়া হবে ১১টি ক্লাবকে। বাকিটা লীগ শেষ হওয়ার আগেই দেয়া হবে বলে হকি ফেডারেশনের এক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। এদিকে লীগে গতকাল জিতেছে ফরাশগঞ্জ ও ব্যাচেলার্স এসসি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফরাশগঞ্জ ৩-২ গোলে উত্তরা হকি ক্লাবকে এবং ব্যাচেলার্স ২-১ গোলে হারায় বর্ণক সমাজকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন