শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্স মেথড, টুল্স এন্ড টেকনিক্স’ শীর্ষক কর্মশালা

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গতকাল ১৩ নভেম্বর রোববার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘রিসার্স মেথড, টুল্স এন্ড টেকনিক্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক ড. সদরুল আমিন। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ড. হেলাল উদ্দিন ওই কর্মশালায় কোর্স পরিচালক এবং অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহজালাল কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন, প্রফেসর ড. এ এইচ এম হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান, স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন, প্রফেসর ড. এ জে এম ওমর ফারুক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন