শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসিব। গতকাল তিনি বিএসটিআইতে যোগদান করেন। এর আগে তিনি প্রাইভেটাইজেন কমিশনের পরিচালকসহ (অতিরিক্ত সচিব) বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রাইভেটাইজেশন কমিশন এবং বিনিয়োগ বোর্ড একীভূত হওয়ার পর দুই মাস তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ছিলেন। ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র মো. সাইফুল হাসিব ১৯৮২ সালের রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮৪ সালে তিনি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন প্রশিক্ষণ এবং কোর্স সম্পন্ন করেন। ২০০৯ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ১৯৫৪ সালে বর্তমান মাগুরা জেলার শালিখা থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন