শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাহরাইন যাচ্ছেন ইয়ামিন-শর্মি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টনে খেলতে বাহরাইনে যাচ্ছেন ইয়ামিন হোসেন ও শর্মি মজুমদার। আগামী ১৬ থেকে ২১ মে পর্যন্ত বাহরাইনের রাজধানী মানামাতে অনুষ্ঠিত হবে বাহরাইন আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এ আসরে অংশ নিতে ১৬ মে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন শাটলার ও প্যারা ব্যাডমিন্টনের কোচ এনায়েত উল্লাহ খানের নেতৃত্বে রওয়ানা হবেন তারা। এর আগে গত বছর এই বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা ইয়ুথ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ইয়ামিন ও শর্মি। সেখানে দুর্দান্ত খেলে চতুর্থ হয়েছিলেন। এনায়েত বলেন, ‘ওই টুর্নামেন্টে চতুর্থ হওয়ায় এবার আমন্ত্রণ পাঠিয়েছে বাহরাইন।’ তবে বাহরাইন যাওয়া এবং থাকা ও খাওয়ার কোন পৃষ্ঠপোষকতা নেই বলে আফসোস এনায়েতের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন