এক দিকে ছেলেদের ম্যাচে ক্যাম্প ন্যু ভরার মতো দর্শক পাচ্ছে না বার্সেলোনা। দর্শক ভরবে কী, নিজেদের স্বাগতিক গ্যালারির টিকিট প্রতিপক্ষ দর্শকের কাছে বিক্রি করে দেওয়ার ঘটনাও ঘটেছে। অথচ আরেক দিকে মেয়েদের ম্যাচে তিল ধারণের জায়গা থাকছে না বার্সার গ্যালারিতে। তাহলে কী ছেলেদের ক্রমাগত ব্যর্থতার কষ্ট মেয়েদের দিয়ে ভোলার চেষ্টা করছেন বার্সেলোনা-ভক্তরা? এমনটা মনে হতেই পারে! কদিন আগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে মেয়েদের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড গড়েছে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু। তা সেটি না হয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে ম্যাচ ছিল, কিন্তু গতপরশু আবার রিয়াল ম্যাচের রেকর্ড ভেঙেই দর্শকের নতুন রেকর্ড গড়েছে বার্সা! কিছুদিন আগে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’-তে ৯১ হাজার ৫৫৩ দর্শক ক্যাম্প ন্যুতে গিয়েছিলেন। এর আগে মেয়েদের ম্যাচ দেখার জন্য এত বেশি দর্শক শুধু ক্যাম্প ন্যু কেন, মেয়েদের ফুটবলের কোনো পর্যায়েই হয়নি। পরশু পরের রাউন্ডেই সে রেকর্ড আবারও নতুন করে লিখেছে বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব ভলফসবুর্গের বিপক্ষে ম্যাচটি দেখতে ৯১ হাজার ৬৪৮ জন সমর্থক গেছে ক্যাম্প ন্যু-তে। রিয়াল ম্যাচের রেকর্ডের চেয়ে ৯৫ জন বেশি দর্শক! এত এত দর্শককে হতাশ করেনি বার্সেলোনা, জার্মান ক্লাবকে হারিয়েছে ৫-১ গোলে।
মেয়েরা অবশ্য খেলছেনও দুর্দান্ত। বার্সেলোনার তো বটেই, স্মরণকালের অন্যতম সেরা নারী ফুটবল দল বলা হচ্ছে এই স্কোয়াডটাকে। গতবার ফাইনালে চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল দলটা, এবারও সেই পথেই এগোচ্ছে। সর্বশেষ সাত ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে নাকানিচুবানি খাইয়েছে। সর্বশেষ ব্যালন ডি’অরের প্রথম দুই স্থানই বার্সেলোনার মেয়েদের দখলে ছিল-শিরোপা জেতেন আলেক্সিয়া পুতেয়াস, দ্বিতীয় হয়েছেন জেনিফার এরমোসো। শীর্ষ দশে আরও ছিলেন আইতানা বোনমাতি, ক্যারোলিন হানসেনরা। মজার ব্যাপার হলো, ভলফসবুর্গের বিপক্ষে গত রাতে এই চারজনের প্রত্যেকেই গোল পেয়েছেন।
দলের অবস্থা যেখানে এমন, বার্সেলোনা সমর্থকেরা খেলা না দেখে থাকেন-ই কী করে!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন