রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী সৈয়দা রত্না এবং তার কলেজপড়ুয়া ছেলে ইশা আব্দুল্লাহকে আটকের প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তেঁতুলতলা মাঠে ফেসবুক লাইভ করার সময় তাদের আটক করে পুলিশ। রাত ১০টার পর তারা ছাড়া পান।
রাত ১২টার দিকে নিউমার্কেট জোনের এসি ফারুক মোহাম্মদ শরিফুজ্জামান জানান, মা ও ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের নামে এখনও কোনো মামলা হয়নি।
পুলিশ কর্মকর্তা জানান, ওই নারী নিজের ভুল বুঝতে পেরেছেন। বিষয়টি বুঝতে না পেরে আবেগে তিনি বাধা দিয়েছিলেন। সরকারি কাজে আর কখনও মা-ছেলে বাধা দেবেন না এই মর্মে মুচলেকা দিয়েছেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন পরিবারের জিম্মায় আছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন