বিশেষ সংবাদদাতা : ইনজুরিতে পড়ে টি-২০ সিরিজের শেষ ২ ম্যাচের দল থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর, মুস্তাফিজুর। এই সংবাদটিই নাকি সিরিজে ফেরার বড় সুযোগ জিম্বাবুয়ের। গতকাল সে কথাই বলেছেন জিম্বাবুয়ে কোচ ডেভ হোয়াটমোরÑ ‘মুশফিক বাংলাদেশের সেরা খেলোয়াড়দের একজন, মুস্তফিজও ভালো করছে। এদের দলে না থাকাটা আমাদের জন্য সেরা সুযোগ। তাই আমরা এ সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগাতে চাই।’
বাংলাদেশের কাছে পিছিয়ে পড়ে সিরিজে সমতা, কিংবা সান্ত¦নার জয় নিয়ে দেশে ফেরার অতীত আছে জিম্বাবুয়ের। সর্বশেষ টি-২০ সিরিজেও জিম্বাবুয়ে দল ১-১ এ করেছে ড্র। এই অতীতও মনে করিয়ে দিয়েছেন হোয়াটমোরÑ‘প্রথম দুটি ম্যাচ হেরেছি, তাতে কি হয়েছে? পরের দুটি ম্যাচ তো আমরা জিততে পারি। এর আগে সিরিজে পিছিয়ে থেকেও সিরিজ জয়ের রেকর্ড আছে জিম্বাবুয়ের। এখনো সিরিজে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। প্রথম দুটি ম্যাচে যেসব ভুল হয়েছে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। তাই সেগুলো নিয়ে কাজও করেছি। সিরিজের শেষ দুটি ম্যাচে এই ভুলগুলো যেন না হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।’
সিরিজে ফিরতে পরিকল্পনায় পরিবর্তন আনছেন হোয়াটমোর, সে আভাসই দিয়েছেন তিনিÑ ‘শেষ দুটি ম্যাচের জন্য আমাদের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। যেগুলো ঠিক থাকলে আমরা জিততে পারব।’ তাহলে তো পরীক্ষা-নীরিক্ষার সিরিজে হাতুরুসিংহেকেও দিতে হবে পাল্টা জবাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন