শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইংল্যান্ডের বর্ষসেরা সালাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ইংলিশ ফুটবলের এবারের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। গতকাল বিবৃতিতে পুরস্কারজয়ী হিসেবে সালাহর নাম ঘোষণা করে এফডব্লিউএ। মিশরীয় তারকা এ নিয়ে দ্বিতীয়বার পুরস্কারটি জিতলেন। এর আগে ২০১৮ সালে সেরা হয়েছিলেন তিনি।
সালাহ এবার ৪৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে ও তৃতীয় হওয়া ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলান রাইসকে। ২৯ বছর বয়সী সালাহ চলতি মৌসুমে লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে ৩০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। তার দলও ছুটছে দারুণ গতিতে।
প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে খেলছে সেমি-ফাইনালে। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম লেগ ২-০ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে দলটি। এফএ কাপের ফাইনালেও উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল। লিগ কাপ আগেই জিতে নেওয়ায় ইংল্যান্ডের প্রথম দল হিসেবে মৌসুমে চার শিরোপা জয়ের হাতছানি দলটির সামনে।
মেয়েদের বিভাগে বর্ষসেরার পুরস্কার জিতেছেন চেলসির অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড স্যাম কার। ৪০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। পেছনে ফেলেছেন- আর্সেনাল স্ট্রাইকার ফিফিয়ানে মিডেমা ও সিটির লরেন হেম্পকে। চলতি মৌসুমের উইমেন সুপার লিগে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন কার। সালাহ এবং কার দুজনকেই পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ৫ মে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন