শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ না হওয়ায় বিএনপি কষ্ট পাচ্ছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ৪:৩৫ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হয়নি বলে কষ্ট পাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। সোমবার (২ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এ কথা বলেন ওবায়দুল কাদের

তিনি বলেন, ‘ঈদের আগে ঘরমুখো মানুষের জনস্রোত দেখা গেছে। অনেকে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন।কিন্তু অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। তবুও বিএনপিসহ বিরোধী দলগুলো বলছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি। আসলে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ না হওয়ায় তারা কষ্ট পাচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
aftab ৪ মে, ২০২২, ৪:৩৪ এএম says : 0
I have enjoyed most of your comment Mr minister.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন