শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামগতিতে মোটরসাইকেল-লেগুনা সংঘর্ষে নিহত ১

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২২, ১০:০৩ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে মোটরসাইকেল-লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রামগতি পৌরসভার ১নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার-লক্ষ্মীপুর সড়কের জমিদারহাট এলাকায়। এতে মোটরসাইকেল আরোহী রিহান (১৮) ঘটনাস্থলেই নিহত হন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে রামগতির আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুরগামী লেগুনার সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি হয়।এতে উভয়ের মধ্যে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রিহান ঘটনাস্থলেই মারা যায়।এসময় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি লেগুনা আটক করেন।নিহত রিহান উপজেলার আশ্রম এলাকার আজাদ মিকারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন