শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ট্রেনের ৭ ও ৮ মে’র অগ্রিম টিকিট বিক্রি চলছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ৯:৫৫ এএম

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি চলছে।

রেলওয়ে সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এজন্য ঈদ শেষে ফিরতি টিকিটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি স্টেশনগুলোর কাউন্টারে। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Syed abdul awal ৪ মে, ২০২২, ১১:৫৮ এএম says : 0
রেলের অনলাইনে টিকেট প্রাপ্তি আরও সহজ ও ভোগান্তি দুর করতে সহজ ডটকমের অতিদ্রুত নিজস্ব অ্যাপসের চালু করা সহ সহজ ডটকমকে আরও গতিশীল হতে হবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন