রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লন্ডনে স্থানীয় নির্বাচনে হেরে গেছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ৭:০৪ পিএম

লন্ডনে ওয়ান্ডসওয়ার্থের স্থানীয় নির্বাচনে হেরে গেছে ব্রিটেনে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। দীর্ঘ ৪৪ বছর পর কনজারভেটিভদের দুর্গ বলে খ্যাত এই আসনে হারল দলটি। এই হার প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চাপ বাড়াবে বলেই ধারণা বিশ্লেষকদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার স্থানীয় এই নির্বাচনের ফলকে তাঁর দলের জন্য একটি টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘দারুণ! খুবই দারুণ ফল এটি। বিশ্বাস করুন, ২০১৯ সালের নির্বাচনের হারের খাদ থেকে উঠে আসার জন্য এটি আমাদের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।’
নির্বাচনে হারের পর ওয়ান্ডসওয়ার্থের বিদায়ী নেতা কনজারভেটিভ পার্টির রবি গোবিন্দিয়া বিবিসিকে বলেছেন, ‘এই নির্বাচনে স্থানীয় সমস্যাগুলোকে আমলে নেওয়া হয়নি। তার বদলে অন্যান্য জাতীয় ঘটনা ওয়ান্ডসওয়ার্থের নির্বাচনে ভোটারদের রায়কে প্রভাবিত করেছে।’
এই নির্বাচন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি পরীক্ষা। বিশেষ করে কোভিড বিধিনিষেধ অমান্য করায় তিনি তাঁর প্রধানমন্ত্রিত্ব নিয়েই ঝুঁকিতে ছিলেন। বিশ্লেষকদের ধারণা, পরবর্তী জাতীয় নির্বাচনে এই নির্বাচনের ফলাফল প্রতিফলিত হতে পারে। সূত্র : আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন