পার্বতীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৬০) ও সানি (১৮) নামের নিহত হয়েছে। এদের মধ্যে একজন মোটর সাইকেল আরোহী অপরজন পথচারী। পথচারী ঘটনাস্থলে এবং মোটর সাইকেল আরোহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। প্রত্যক্ষ দর্শীরা জানায় আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর থেকে পার্বতীপুর গামী একটি মোটর সাইকেল নিয়ে সানি নামক যুবকটি সঙ্গীয় এক বন্ধুসহ পার্বতীপুরের দিকে যাচ্ছিল। এ সময় পার্বতীপুর উপজেলার জাকেরগঞ্জ নামক স্থানে একেবেকে দ্রæত গতিতে গাড়ি চালাতে থাকলে রাস্তার পার্শে দাড়িয়ে থাকা এক আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যায়। নুরুল ইসলাম পার্বতীপুর উপজেলার জাকেরগঞ্জ গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং সানি সৈয়দপুর বাশবাড়ী মহল্লার নাছিম উদ্দিনের ছেলে। এ সংবাদ পাঠানো পর্যন্ত একটি ঘটনাস্থলে এবং অপরটি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে ছিল। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় যোগাযোগ করা হলে দুর্ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন