ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে হারিয়ে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে জোসে মরিনিওর রোমা। ফাইনালের আগে অভিনব এক ঘোষণা দিয়েছে ইতালিয়ান ক্লাবটি। ১৬৬ সমর্থককে ফাইনালের ফ্রি টিকিট দেবে বলে বিবৃতি দিয়েছে তারা।
সেই ১৬৬ সমর্থক যারা কনফারেন্স লিগের গ্রুপ পর্বে রোমার ম্যাচ দেখতে নরওয়ে গিয়েছিল। দীর্ঘ পথ ভ্রমণ করে নরওয়েজিয়ান ক্লাব বোদো গ্লিমতের বিপক্ষে হয়ত রোমার সহজ জয় দেখতে গিয়েছিলেন তারা। তবে সেদিন যে ‘অঘটন’ ঘটেছে, সেটার জন্য নিশ্চিতভাবে তারা কেউই প্রস্তুত ছিলেন না।
নরওয়েজিয়ান ক্লাব বোদো গ্লিমতের বিপক্ষে সেদিন ৬-১ গোলে হেরে গিয়েছিল ইতালির দাপুটে ক্লাব রোমা। মরিনিও তার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এর চেয়ে বাজে পরাজয় দেখেননি কখনো।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজেদের দলকে নাস্তানাবুদ হতে দেখে হতাশ হয়ে ফেরা সেই সমর্থকদের এবার ফাইনালের ফ্রি টিকিট দেবে রোমা। দলের দুঃসময়ে পাশে থাকা সেই সমর্থকরা যাতে সুসময়টা নির্ঝঞ্ঝাটভাবে উপভোগ করতে পারেন সেজন্যই এই উদ্যোগ। আগামী ২৫ মে আলবানিয়ার অ্যারেনা কোম্বেতারে ডাচ ক্লাব ফেয়েনর্ডের মুখোমুখি হবে রোমা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন