শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রেলপথ দিয়ে ভারত থেকে দ্বিতীয় চালানে ২ হাজার ৫ টন চিটাগুড় এলো হিলি স্থলবন্দরে

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৫:২১ পিএম

দেশে চাহিদা থাকায় প্রায় এক মাস পর আবারও রেলপথ দিয়ে ভারত থেকে দ্বিতীয় চালান ২ হাজার ৫ টন চিটাগুড় এলো দিনাজপুরের হিলি স্থলবন্দরে।
ভারতের উত্তরপ্রদেশ থেকে চিটাগুড় বোঝাই ৪৯ টি ওয়াগন নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার হিলি রেলওয়ে স্টেশনে পৌঁছায়।এসব চিটাগুড় আমদানি করছেন জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক নামের এক প্রতিষ্ঠান।
হিলি রেলওয়ে স্টেশনের কর্মকতা সূত্রে জানা যায়,চলতি বছরের ২৪ ই মার্চ চিটাগুড়ের প্রথম চালান হিলি রেলওয়ে স্টেশনে আসে।বৃহস্পতিবার সকালে দ্বিতীয় চালানে হিলি স্টেশনে ৪৯টি ওয়াগনে চিটাগুড় আসেন। আমদানিকৃত চিটাগুড়ের পরিমাণ ২ হাজার ৫ টন যা থেকে রেল কতৃপক্ষ রাজস্ব পেয়েছে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকা।
আমদানিকারক জানান,দেশের ফিড কারখানাগুলোতে চাহিদা থাকায় ভারত থেকে এসব চিটাগুড় আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এসব চিটাগুড় দিয়ে তৈরি হচ্ছে গবাদিপশু, মুরগি ও মাছের খাদ্য।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন