শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এশিয়ান গেমসের ক্যাম্পও স্থগিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৮:১১ পিএম

হুয়াংজু এশিয়ান গেমস স্থগিত হয়েছে। ফলে স্থগিত করা হয়েছে এশিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের বিভিন্ন ডিসিপ্লিনের ক্যাম্পও। সোমবার থেকে এই অনুশীলন ক্যাম্প স্থগিত রাখার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গত মার্চ থেকে শুরু হয়েছিল এশিয়ান গেমসের অনুশীলন ক্যাম্প। দুই মাস অনুশীলন হওয়ার পর আজ থেকে ক্যাম্প স্থগিত হয়ে যাচ্ছে। বিওএর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব এ, কে সরকার রোববার এক চিঠিতে বিভিন্ন ফেডারেশনকে গেমসের জন্য অনুশীলন স্থগিতের নির্দেশ দেন বলে জানা গেছে। গেমস কর্তৃপক্ষ নতুন দিনক্ষণ ঘোষণা করলে বিওএ ফের ফেডারেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। জানা গেছে, অধিকাংশ ডিসিপ্লিনই এশিয়াডের সঙ্গে কমনওয়েলথ এবং ইসলামিক সলিডারিটি গেমসের জন্য অনুশীলন করছিল। ফলে তাদের অনুশীলন চলবে। শুধুমাত্র এশিয়াডের জন্য চলতে থাকা তায়কোয়ান্ডোর ক্যাম্পই পুরোপুরি স্থগিত হয়ে যাচ্ছে। তবে এশিয়ান গেমস স্থগিত হলেও কমনওয়েলথ এবং ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে। তাই এই দুই গেমসের জন্য বিভিন্ন ফেডারেশন তাদের অনুশীলন অব্যাহত রেখেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন