ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে খুলনা জোনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সুবিধাবঞ্চিত দুই শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করেছে। ১৪ ফেব্রæয়ারি খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষাসামগ্রী তুলে দেন। বাংলাদেশ ব্যাংক, খুলনার মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী, সরকারী আযম খান কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কালিপদ মজুমদার, সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ ও সরকারী এম এম সিটি কলেজের উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ মনিরুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন। উল্লেখ্য, ইসলামী ব্যাংক সিএসআর খাতের আওতায় ২০১৬ সালে সুবিধাবঞ্চিত ১ হাজার ৫শ’ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে। মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজের অনগ্রসর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সামগ্রিক কল্যাণ সাধন করা ইসলামী ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিকশিত করতে ইসলামী ব্যাংক প্রতিবছর উল্লেখযোগ্য শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। তিনি স্বনির্ভর জাতি গড়ে তোলার প্রক্রিয়ায় সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন